এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের


সংবাদের আলো ডেস্ক: নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ — এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন।
নাসির উদ্দিন বলেন, এই আইয়ের অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্যরোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি।
এছাড়া দূর্গম এালাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই-এর অপব্যবহার। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।