সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। 

বৃহস্পতিবার  দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও শফিউল আজম রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন, থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুল ইসলাম, নাসিম ইকবালসহ যুবদলের বিভিন্ন ইউনিট ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা নওজোয়ান মাঠে জড়ো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়