রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।শনিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান।পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, সহযোগী এবং সংশ্লিষ্ট মামলাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৮), শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জোবেদ আলী (৫৮), রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরনবী উজ্জ্বল (৪৫), বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসুদ (৩২), একই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান (৪২), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা (৫২), চিলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো. মমিনুল ইসলাম (৪০), ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সদস্য ও ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম রিপন (৪৫), সোনাহাট ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইব্রাহিম (৪০), রৌমারী উপজেলার আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম (৬০), কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মজিদ মিঠু (৫০), উলিপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম বিটু  (৫২), রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম (৩৫), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রায়হান ব্যাপারী (২৬), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার (৩৫)।

ওসি মো. বজলার রহমান জানান, ৯ মে রাত থেকে দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়