কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ভিক্ষুকের মৃত্যু


খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোবাদ শেখ মোড় এলাকায় রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাতনামা পুরুষ ভিক্ষুকের।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরেই জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করে জীবন যাপন করতেন। মানসিক ভারসাম্যহীন এই মানুষটি ছিলেন সবার পরিচিত, কিন্তু নাম বা পরিবার সম্পর্কে কেউ কিছু জানতেন না। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা জিআরপি পুলিশকে জানিয়েছি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।