রাজশাহীর গোদাগাড়ীতে ৮ মাদক সেবনকারীর কারাদন্ড


রাজশাহীর প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ৮ জন মাদক সেবনকারীর ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। শনিবার (৩ মে) সন্ধায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের গিরি মন্ডলের ছেলে অমিত মন্ডল, উপজেলার চকপাড়ার শ্যামচরণ মুরারী ছেলে গরেন মুরারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাজশাহীর পবা উপজেলার মহানন্দাখালী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হানিফ (৩৮), মতিহার থানার বাবণার ছেলে রবিউল ইসলাম রুমন, আব্দুল আমিনের ছেলে কাওসার, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের সেতাফুর মন্ডলের ছেলে আব্দুর রাকিব, চকপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে ইউসুফ আলী (২৪), মাধবপুরের সঞ্জিত রবিদাসের ছেলে নয়ন দাস ৬ জন আসামিকে ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ বলেন, প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের বড় দায়িত্ব। মাদক থেকে কাউকে ফিরিয়ে আনতে পারলে সেটাই বড় সাফল্য।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।