মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে তরুনীর রহস্যজনক মৃত্যু

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার(২১) নামে এক তরুনীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ওই তরুনী আশুরিয়া বাড়ি এলাকার আফসার আলীর মেয়ে ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমদলা গ্রামের সজিব হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় দেড় বছর আগে ওই তরুনীর পারিবারিকভাবে সজিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গত বুধবার ওই তরুনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।

এদিকে সোমবার সকালে নয়টার দিকে স্বামীর সাথে মুঠোফোনে একাদিকবার জগড়া হয়। স্বাজনদের ভাস্যমতে সকাল দশটার দিকে সকালের খাবার খেয়ে নিজ কক্ষে গিয়ে ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আতœহত্যা করে।এদিকে বিকালে সাড়ে পাচটার দিকে খবর পেয়ে ঘরের বারান্দা থেকে ওই শুয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সকাল দশটার ঘটনা আমাদের জানানো হয় বিকাল পাচটার দিকে। বিষয়টি রহস্যজনক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়