কালিয়াকৈরে ইউপি ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার-২
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ নিষিদ্ধ সংগঠন আ,লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন(৩০) ও ফুলবাড়িয়া ইউনয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি সোবহান সরকার(৬২)।
পুলিশ সূত্র জানায় ২৪ এর বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা পলাতক ছিলো। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় গ্রেফতারকৃত দুই আ.লীগ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্র হত্যা ও নাশকতার অভিযোগ রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।