সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
উজ্জ্বল অধিকারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বেলকুচি উপজেলা সভাপতি মাও মো: রেজাউল করিম সিরাজী।
এসময় সংগঠনের সহ-সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, এনায়েতপুর থানার সভাপতি আলহাজ্ব মুফতি আলমগীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমীন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাকমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: আব্দুল আলীম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সভাপতি আমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।