পারিবারিক অভাব-অনটনে মেডিকেলে ভর্তির সাফল্য, আশিকুল ইসলামের স্বপ্নজয়
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: মানুষ তার স্বপ্নের সমান বড়’—এই প্রবাদবাক্যের বাস্তব উদাহরণ হয়ে উঠেছে আশিকুল ইসলাম। দারিদ্র্য আর সীমাহীন সংগ্রামের মাঝেও অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক রিকশাচালকের সন্তান আশিকুল ইসলাম এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
পারিবারিক অভাব-অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে আশিকুল কখনো হার মানেনি। সীমিত উপকরণ ও প্রতিকূল পরিবেশকে জয় করে তার এই সাফল্য এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আশিকুল ইসলামের এই অর্জনে তার পরিবার, স্বজন, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে বইছে আনন্দের জোয়ার। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে আশিকুল ইসলামের এই গৌরবময় সাফল্যে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং তার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।