বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল; মেয়ে-জামাতা গ্রেপ্তার
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেয়ের জামাতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতনের শিকার হয়ে একপর্যায়ে ভুক্তভোগী নারী আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে তাকে শান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন। রোববার বিকেলে অভিযানের একপর্যায়ে অভিযুক্ত জামাতা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে বান্দরবান সদর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদিকা। তিনি বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক এবং তিনি বাদীর ছোট মেয়ের স্বামী।
এজাহারে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে বাদী নিজ বসতবাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও দেখান। ওই সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি রাজনৈতিক অঙ্গনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাতা ওই ভিডিওকে হাতিয়ার করে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত জামাতা ও তার স্ত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে অভিযোগে উল্লেখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে। মামলায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত ও তার সহযোগী স্ত্রীকে আটক করা হয়েছে। বাদী এজাহার দায়ের করেছেন। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।