তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস
সংবাদের আলো ডেস্ক: তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা বিএনপির না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
জাতি শঙ্কার মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে কোনো অসহযোগিতা নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
এ সময়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, কোটি মানুষ তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।