মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নির্ধারিত’

সংবাদের আলো ডেস্ক: বিএনপির হাতেই শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নির্ধারিত। আমরা ভোটাধিকার নিয়ে এসেছি, এখন প্রয়োগের অপেক্ষায় দেশবাসী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

রবিবার (৩০ নভেম্বর) পুরানা পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই, খালেদা জিয়ার সকল সন্তানেরা দেশে আছেন। তারা তাদের মায়ের পাশে আছে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ বেগম জিয়ার জন্য দোয়া করুন, হাসপাতালে ভিড় না করে। আমরা দেশনেত্রীকে আমাদের মাঝে ফেরত চাই, আল্লাহ নিশ্চয় মজলুমের কথা শুনে থাকেন।

এর আগে খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে তবে কোনো প্রভু নাই। তৎকালীন সরকার তাকে মাইনাস টু ফর্মূলায় তাকে দেশের বাইরে পাঠাতে চাইলেও তিনি যাননি বলেও জানান তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, জেলে থাকার সময় তাকে অপচিকিৎসা করা হয়েছে।

শেখ হাসিনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, তিনি বলেছিলেন এক মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেবে না। তিনি দেশের মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়