বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বন্য প্রাণীর বিচরণজনিত সমস্যা, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামাঞ্চলে রাত্রীজনিত টহল জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি করার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সম্মিলিত ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয় সভায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়