কৃষিপ্রতিবেশবিদ্যা ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন-নেত্রকোনায় সাংবাদিক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় কৃষিপ্রতিবেশবিদ্যা ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন শীর্ষক এক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দা, দূর্গাপুর ও আটপাড়া উপজেলার ২০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং। কর্মশালার শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তিনি। সভাপতিত্ব করেন মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামছুল আলম ভূইয়া।
কর্মশালায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা, হাওর প্রতিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, হাওরের দুর্যোগ ও অভিযোজন কৌশল, খাদ্য সার্বভৌমত্বসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।
দলীয় কাজের মাধ্যমে সাংবাদিকরা হাওরের বহুমুখী সমস্যা চিহ্নিত করেন—আগাম বন্যা, ফসলরক্ষা বাঁধ ভেঙে ক্ষতি, স্থানীয় বীজের সংকট, বর্ষায় সবজিতে বাজার নির্ভরতা, গোচারণ ভূমির অভাব, ঘন কুয়াশা, ঢেউয়ে বসতভিটা ক্ষতি, অতিরিক্ত তাপমাত্রায় ফসল নষ্ট, মাছের সংখ্যা কমে যাওয়া, রাসায়নিক সার-বিষের অবাধ ব্যবহার, সেচ সংকট, জ্বালানি সমস্যা, পানি সহনশীল ছাড়া অন্যান্য গাছের মৃত্যু, পানি সেচ ও চায়না দুয়ারী জালে মাছ নিধনসহ নানা চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনে এসব সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তারা।
সমস্যা মোকাবিলায় দলীয় কাজে সাংবাদিকরা তুলে ধরেন বহু অভিযোজন কৌশল—
বসতভিটার চারপাশে হিজল, করচ, ভিন্না, মুর্তা, উজাওড়ি রোপণ; বসতভিটা উঁচুকরণ; টাওয়ার, ভাসমান, ঝুলন্ত ও বস্তায় সবজি চাষ; মাচা পদ্ধতিতে সবজি উৎপাদন; আগাম ধান জাত সংগ্রহ ও চাষ; জ্বালানি সংরক্ষণ; বর্ষায় শুটকি ও হিদল সংরক্ষণ; ফল প্রক্রিয়াজাতকরণ; হাঁস চাষ; জৈব বালাইনাশক তৈরি; স্থানান্তর বীজতলা তৈরি; উঁচু মাচার ঘর; দুর্যোগে আগাম প্রস্তুতি; বারান্দা বা উঠানে বর্ষাকালের বীজতলা; স্থানান্তরিত চুলা; উগার পদ্ধতিতে খড় সংরক্ষণসহ নানা লোকজ প্রযুক্তি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক আব্দুর রব।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় জ্ঞান ও নেতৃত্বকে কাজে লাগিয়েই হাওর অঞ্চলের মানুষ জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।