দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি:অধ্যাপক আশরাফ আলী আকন
লালমনিরহাট প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮নভেম্বর) রাতে শিয়ালখোওয়া এসএসসি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু তাদের, যারা নষ্ট রাজনীতিকে লালন করেছে,দেশে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব। ইসলামী আন্দোলন শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে—এ আন্দোলনই দেশের প্রকৃত মুক্তির পথ দেখাতে সক্ষম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান,সঞ্চালনায় সমাবেশ পরিচালনা করেন। তিনি আরও বলেন, ইসলামী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তবে এ দেশের জনগণের জানমালের নিরাপত্তা, চিকিৎসাসহ সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলামনিষ্ঠ রাজনৈতিক দল কখনো চুরি-ডাকাতির সাথে সম্পৃক্ত থাকবে না।
তিনি সবাইকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান রংপুর সদরের আসনের এমপি পদপ্রার্থী আমিরুজ্জামান পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাটের( কালীগঞ্জ আদীতমারী) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।