জনগণের সামনে হাসিনার রায় কার্যকর দেখতে চান শহীদ ওয়াসিমের পিতা
সংবাদের আলো ডেস্ক: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম বলেছেন, ‘ অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে রায় কার্যকর করা হোক। সন্তান হারানোর বেদনা যার হারায় সে বুঝে, শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার ছেলেকে হত্যা করেছে।’
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টার দিকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ‘মৃত্যুদন্ড’ রায় দেওয়ার খবরে এক প্রতিক্রিয়ায় কক্সবাজারের পেকুয়ায় নিজের ঘরে তিনি এই মন্তব্য করেন।
শফিউল আলম আরও বলেন, ‘ রায়ে আমরা সন্তুষ্ট, এই বিচারে সত্যের প্রতিফলন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়, জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে চাই। আমার ছেলে কোন অপরাধ করে নাই।’
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় ওয়াসিমের পৈতৃক বাড়ি, তার মৃত্যুর পর প্রবাসী পিতা শফিউল আলম কাতার থেকে দেশে ফিরে আসেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।