শেখ হাসিনার মৃত্যুদণ্ড, জেলায় জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। পূর্বাচলের সমু মার্কেট থেকে বের হওয়া হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা।
রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনপিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় একে অন্যকে মিষ্টিমুখ করান তারা। রায়ের প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিকভাবে সন্তুষ্ট তারা। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। সেইসাথে, তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলেও উল্লেখ করেন তারা।
পটুয়াখালীতে আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর শহরের ঝাউতলা হৃদয় তরুয়া চত্বর থেকে মিছিল বের করা হয়। এসময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, এই রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে।
ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা। জামায়াতে ইসলামীও একই কর্মসূচি পালন করে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, শুধু রায় দিলেই হবে না, পলাতক আসামি ধরে এনে রায় কার্যকরও করতে হবে। ফেনীতে যারা ছাত্র-জনতা হত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।
মানবতাবিরোধী অপরাধ মামলায় আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়ায় লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা। রায়ে সন্তোষ জানান তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দেন জুলাই যোদ্ধারা।
আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতেও। ৫ আসনে- বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা পুঠিয়ায় মিছিল বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে পুঠিয়া ত্রিমোহনীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আইনের শাসনের জয় হয়েছে। রায় কার্যকরের ওপর গুরুত্ব দেন তারা।
রায় দেওয়ার পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। দুপুর সাড়ে ৩টায় শহরের স্টেশন রোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের দেয়ার নির্দেশও দেয়া হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।