শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: ভিন্নমতের বা নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করে বিএনপি। দলীয় স্বার্থ বাস্তবায়ন করা কোনো সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা ভিন্ন ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করলেও সবাই একটাই পরিচয় বাংলাদেশি। শুধুমাত্র আইনের শাসনই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। এজন্য রাজপথে সকলকে সঙ্গে নিয়ে সচেষ্ট থাকবো আমরা। এ সময় ক্ষমতায় গেলে ৫০ লক্ষ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীত ভুলে গিয়ে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দেশ গড়তে চায় বিএনপি। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ বেশকিছু দাবি বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দলটির পাশে থাকার আহ্বানও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়