শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শাহিন ক্যাডেট স্কুলের উদ্যোগে ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের শাহিন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে ও শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “প্রযুক্তি নির্ভর প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধা সীমিত করে তুলছে।

এদিন পূর্ব নির্ধারিত বিষয়ে শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে এ বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্ক অনুষ্ঠানে জয় লাভ করে পক্ষ দল। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল জামালপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রধান ও শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার অধ্যক্ষ আব্দুল গফুর। এ সময় শাহীন স্কুল সজবরখিলা শাখার পরিচালক এনামুল হক, তিনানী শাখার পরিচালক খায়রুল ইসলামসহ সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিন দ্বিতীয় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়