বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এ জেড ভূঁইয়া রাজু ,সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: খুনি হাসিনার নেতৃত্বে ২০০৬ সালে নিরীহ জামায়াত শিবিরের নেতাদের কে লগি বৈঠা দিয়ে হামলা করে শহীদ করা হয়েছে । হত্যাকারীদের ব্চিারের দাবীতে মঙ্গলবার(২৮ অক্টোবর)বিকাল ৪টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাবেক কমিশনার মু. তাহেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক চট্রগ্রাম উওর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।বিশেষ অথিতি ছিলেন,সীতাকুণ্ড -৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ। আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মু.কুতুব উদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.আশ্রাফুর রহমান।

উপজেলা অফিস সম্পাদক আবু হাফস নাকিব, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা মিড়িয়া বিভাগের দায়িত্বশীল আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মেজবাউল আলম রাসেল,পৌর আমীর হাফেজ আলী আকবর ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমান।

এছাড়াও সীতাকুন্ড় পৌরসভা ও ১০ টি ইউনিয়নের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন,অবিলম্বে খুনি হাসিনার মদদে ২৮ অক্টোবরে ০৬ সালে লগি-বৈঠার যে নৃশংস তান্ডব চালিয়ে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়