গ্রেপ্তার এড়াতে বান্দরবানে গোপনে বাসা ভাড়া নিয়েছিলেন পর্ন তারকা যুগল


আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কন্টেন্ট প্রকাশ করে বাংলাদেশকে বিতর্কের মুখে ফেলে দেওয়া দম্পতি মো. আজিম ও তার স্ত্রী বৃষ্টি গ্রেপ্তার ঠেকাতে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন। শহরের উপকণ্ঠে রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন ঠিকাদার সেন্টু মিন্টুর একটি ফ্ল্যাটে উঠেন তারা। গত এক সপ্তাহ ধরে তারা সেখানেই অবস্থান করছিলেন।
জরুরি প্রয়োজন ছাড়া এই দম্পতি খুব একটা ঘর থেকে বের হতেন না। তাদেরকে বাড়ির মালিক ও এলাকার কেউই চিনতেনও না। বাসা ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক তাদের কাছ থেকে কোন কাগজপত্রও নেননি। রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় ঢাকার সিআইডির সদস্যরা। আজ সোমবার সকালে গণমাধ্যমে এ খবর প্রচারের পর সবার টনক নড়ে।
সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা জসিম উদ্দিন খান জানান, পর্নোগ্রাফির সাথে জড়িত আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলার পর সিআইডি তাদের গতিবিধির উপর নজর রাখছিল। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিআইডি নিশ্চিত হওয়ার পর বান্দরবানে এই অভিযান চালায়। গ্রেপ্তার মো. জসিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় ও তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জের বলে জানা গেছে।
এর আগে তাদের বিরুদ্ধে বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন।
গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী।
প্রতিবেদনে বলা হয়, যুগলটি শুধু একটি ওয়েবসাইটেই নয়, কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশ করছেন। সেইসঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করছেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিঙ্ক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়। অনুসন্ধানে আরও জানা যায়, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।