সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেরোবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে এসে শেষ হয়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বর্তমান বিশ্বে পরিসংখ্যান হলো জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। গবেষণায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটার ব্যবহার গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উপাচার্য আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদেরও এই উদীয়মান প্রযুক্তিকে আয়ত্তে এনে পরিসংখ্যানে নতুন নতুন ধারণা উদ্ভাবন করতে হবে।

র‌্যালি শেষে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে কেক কাটেন উপাচার্য। পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়