সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মোহনগঞ্জে পপি’র WLCR প্রকল্পের লার্নিং শেয়ারিং ও ক্লোজিং কর্মশালা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে আজ “পপি” এর বাস্তবায়িত “WLCR প্রকল্প”-এর লার্নিং শেয়ারিং ও ক্লোজিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পপি ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব আমেনা খাতুন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের স্টেকহোল্ডার ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। মূল অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি, উল্লেখযোগ্য অর্জন, ইমপ্যাক্ট, শিখন ও বাস্তবায়ন চ্যালেঞ্জ তুলে ধরেন WLCR প্রকল্পের কো-অর্ডিনেটর মিঃ সত্যেন্দ্র নাথ মিত্র। কর্মশালার সঞ্চালনায় ছিলেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর রেজিলিয়েন্স অফিসার জনাব মোঃ মিজানুর রহমান বকশী।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহনগঞ্জ উপজেলায় কর্মরত প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ রাশেদুল কবির। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের বাস্তবায়ন অভিজ্ঞতা ও অর্জিত ফলাফল অংশগ্রহণকারীদের সাথে ভাগ করে নেওয়া এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করা। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় প্রকল্পের অবদানকে সাধুবাদ জানান।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন ‘পপি’কে মোহনগঞ্জ উপজেলায় এমন একটি কার্যকর প্রকল্প বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি উপজেলার অন্যান্য দুর্যোগপ্রবণ ইউনিয়নেও এ ধরনের প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রকল্প কর্তৃপক্ষকে আহ্বান জানান।

পাশাপাশি প্রকল্প থেকে অর্জিত শিখন ভবিষ্যতে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। কর্মশালার শেষাংশে তিনি আয়োজক সংস্থা ‘পপি’ ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়