সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে সিজারের পর প্রসূতি মায়ের রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ 

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ভূল চিকিৎসার পর প্রসূতি মায়ের রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিক রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

রোববার সকাল ৮টার দিকে ওই নারীর প্রসব ব্যথা উঠলে এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করেন। সোমবার (২০অক্টোবর)ভোর রাতে রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে।

নিহত খাদেজার বাড়ি উপজেলার চাপাইর ইউনিয়নের চাপাইর গ্রামের আবিরের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে প্রসূতি মা খাদেজার প্রসব ব্যথা উঠে এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করে। রাত ৯টার দিকে অপরাশেন থিয়েটার নিয়ে যায়। পরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেয়।

রাতভর নানা নাটকের পর অপরাশেন থিয়েটার থেকে ওই হাসপাতালের সিটে নিয়ে যায়। এতেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। পর সোমবার ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাভার এনাম মেডিকেলে হাসপাতালে পাঠালে রাস্তায় ওই নারী মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। ওই প্রসূতি মায়ের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের লোকজনের সাথে দফায় দফায় বৈঠক বসে।

পরে তাদের সাথে আপোষ মীমাংসা হয় বলে জানা গেছে। এ ঘটনাটি সামাজিক ফেইসবুকে ভাইরাল হলে সংবাদকর্মীরা ও বেসরকারি ক্লিনিকে পৌছাইলে কর্তৃপক্ষ তাদের বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাই বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের মৃতদেহটি উপজেলা চাপাইর গ্রামে তার স্বামীর পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়।

রুমাইছা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যব¯’াপনা পরিচালক মানিক মোল্লার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,এবিষয়ে আপনার সাথে পরে দেখা করবো বলে ফোনটা কেটে দেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ জানান,তদন্ত করে দ্রæত হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যব¯’ার নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়