সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানের থানচিতে হ‌্যান্ড গ্রেনেড ও বন্দুকসহ আটক২

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হ‌্যান্ড গ্রেনেড, পিস্তল, বন্দুক ও কারতুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এঘটনায় ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০) নামের ২জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তারা বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।

বিজিবি সুত্রে জানা যায়,  গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে। সেখা‌নে তল্লাশী চালিয়ে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়। পরে ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ কর‌লে তার থে‌কে পাওয়া তথ্য পর্যালোচনা করে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনে প‌রিচা‌লিত হয়।

এসময় জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে  ৩০ রাউন্ড কার্তুজ,১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।  পরে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন,  বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে এখা‌নে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়