যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলা, কয়েক ঘণ্টা পর ফের চুক্তিতে ফেরার দাবি ইসরায়েলের


সংবাদের আলো ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা করার কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করেছে ইসরায়েল। হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোয় পাল্টা অভিযানে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)— এমন দাবি তেলআবিবের।
তবে, ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এর আগে, রোববার (১৯ অক্টোবর) গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামাস হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরায়েল। এতে দুই সেনা মৃত্যুর কথাও জানায় তারা।
যদিও দায় অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। হামাসের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কোনো সংঘাতের খবরই পায়নি তারা। এক বিবৃতিতে কাসেম ব্রিগেড জানিয়েছে, বিভিন্ন শাখার যোদ্ধাদের সাথে যোগাযোগের সুযোগ নেই তাদের।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর গাজায় কার্যকর হয় বহুল আকাক্সিক্ষত যুদ্ধবিরতি। তবে, চুক্তির শর্ত ইসরায়েল মেনে চলবে কি না তা নিয়ে ছিল সংশয়। ফিলিস্তিনিদের সেই শঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।