নাগরপুরে মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ


রিফাত, স্টাফ রিপোর্টার: নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে এবং আলোকিত নাগরপুর এর সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, পবিত্র কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মামুদনগর পূর্বপাড়া মেইন রোড সংলগ্ন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন;মোঃ আরিফুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন;এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফিরোজ মাহমুদ (সুমন),এবং কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ সিয়াম নিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শিক্ষা ও মানবসেবার প্রসারে এমন উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আরও বলেন, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।