সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ‘দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এদিকে এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, মোগলাবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেস আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে। তারপর রেল চলাচল স্বাভাবিক হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।