উলিপুরে শিক্ষকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


খালেক পারভেজ লালু , উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষকরা বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শিক্ষক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষকও অংশ নেন।
সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ওবায়দুর রহমান বুলবুলের সভাপতিত্বে এবং পাঁচপীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামীম আখতার আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সোলায়মান রহমান, সাংগঠনিক সম্পাদক এহছানুল করিম প্রিন্স,উলিপুর আলিয়া বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বালাচর ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের রাশেদিন এবং নারিকেলবাড়ি পণ্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার জাহান সরকার প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষকরাই সমাজ ও জাতি গঠনের কারিগর। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো ন্যায্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।
তাঁরা দ্রুত বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা মাসিক ১৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তারা সম্প্রতি ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন, “দায়ী পুলিশ সদস্যদের বিচার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ওমাদ্রাসার প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।