মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ। দিবসটি উপলক্ষে সোমবার ভেড়ামারা উপজেলা চত্বরে  র‌্যালি ও  দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা  চত্বর  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে  এসে  শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ভেড়ামারা ফায়ার সার্ভিস  স্টেশন অফিসার শরিফুল ইসলাম। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন,  সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস,সমবায কর্মকর্তা  নাজবিন নাহার সহ কর্মকর্তা-কর্মচারী, ও বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বলেন, “ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নি-নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারণা থাকা দরকার। সবাই যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়