মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই, অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাতে নেত্রকোনা শহরের পুরাতন হাসপাতালের কোয়ার্টারের ভেতরে হরিজন পল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে দুটি বসত ঘর সম্পুর্ণ ছাই হয়ে গেছে। এসময় সকলেই কাজে ঘরের বাইরে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধ ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে অসহায় নারী শরিফা আক্তার এ ইফতাতুল মিমের ঘরের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে খবর পেয়ে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শুকনো খাবার দেয়া হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আমরা খবর পাওয়ার সাথে আছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কাছাকাছি মগড়া নদী থাকায় পানি আনতে সহজ হয়েছে এবং দ্রুত আগুন নেভানো গিয়েছে। পরিবারের বক্তব্য অনুযায়ী একটি পরিবারের তিন লক্ষ টাকা এবং একটি পরিবারের ২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়