নেত্রকোনায় মুদি দোকানিকে নিজ দোকানে জবাই করে হত্যা


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক মুদি দোকানদারকে নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার রাত অনুমানিক ১১ টার দিকে উপজেলার বসুন্ধরা মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী অন্যান দোকানিরা দীর্ঘ সময় ধরে নারায়ণের চলা ফেরা দেখতে না পেয়ে খোঁজ করার পর দোকানের ভেতরে জবাই করা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে কয়েকশ মিটার দুরত্বে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক ভাবে কেউ কিছু বলতে পারছেনা।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ আছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এদিকে থানার অদূরে পাঁচ মিনিট দূরত্বে এমন জনবহুল এলাকায় এভাবে জবাই করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।