মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় সুস্থ হয়ে বাসায় ফিরলো রাশিদ , পেলো খাদ্য সহায়তা 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের রাশিদ মিয়া গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলো দীর্ঘদিন যাবত। টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায় পায়ে ধরেছিল পচন। অবেশেষে বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন  বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দরা রশিদ মিয়াকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে যান ৷

ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক  বাতেন  এর অধীনে ৭ নং ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সোমবার সফলতার সাথে তার পায়ের  অপারেশন সম্পন্ন হয় এবং পায়ের পচনটুকু অংশ কেটা ফেলা হয়।

সোমবার (৬ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক  রাশিদ মিয়াকে হাসপাতাল থেকে রিলিজ দেন। এরপর দলীয় নেতাকর্মীরা রশিদ মিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন এবং ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য সহায়তা দেয়া হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন  বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল।  বিএনপি সব সময় অসহায় মানুষের কথা ভাবে এবং তাদের পাশে দাঁড়াই । এরই ধারাবাহিকতায় আমি যখন জানতে পারলাম রাশিদ মিয়া গ্যাংগ্রিন রোগে আক্রান্ত এবং টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না৷ এরপর আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করি। আসুন আমরা সবাই রাশিদ মিয়ার জন্য দোয়া করি

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়