নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব সূত্রতার জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন। রবিবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী পাশাপাশি দুইটি গ্রাম। কৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রবিবার সন্ধ্যায় রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সাথে তর্ক বিতর্ক হয়। পরবর্তীতে হারুন চৌধুরী বাড়ি ফেরার রাস্তায় হঠাৎ কয়েকজন আতর্কিতভাবে আক্রমণ মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তায়েব হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, ‘ আমার চাচা শ্রমিকের খোঁজে আজ সন্ধ্যায় পাশের গ্রাম রুদ্রশ্রী যায়। এ সময় শাহাবুদ্দিন নামের এক ব্যাক্তি কয়েকজন লোকজন নিয়ে আমার চাচাকে মারধর করে। চাচাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।