আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আয়েশা ক্লথিং লিমিটেডের শ্রমিকরা জানান, কারখানায় প্রায় চার হাজার একশ শ্রমিক কর্মরত আছেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কারখানার দ্বিতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখা যায়। বিষয়টি টের পেয়ে কর্মরত শ্রমিকরা চিৎকার শুরু করলে মুহূর্তেই পুরো কারখানায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সব গেট খুলে দিয়ে শ্রমিকদের নিরাপদে বের করে দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং কারখানায় অগ্নিকাণ্ডের খবর তারা পান দুপুর ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বিস্তারিত পরে জানানো হবে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট পরে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের জোন–৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত ডিইপিজেডের তিনটি, জিরাবোর তিনটি এবং আরও অন্যান্য স্টেশনের সহায়তায় মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।