ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু


সংবাদের আলো ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নন্দিনী রানী সরকার মানিকগঞ্জ সদরের গিলোন্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নন্দিনীর দাদু সঞ্জয় কুমার সরকার বলেন, ‘দূর্গাপূজা উপলক্ষে নন্দিনী আমাদের বাড়িতে বেড়াতে আসে। গত ৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের সময় কয়েকজন ছেলে-মেয়ের সঙ্গে সে মদ্যপান করে। এর কিছু সময় পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আমরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসি।’
তিনি আরো বলেন, ‘বাড়িতে নিয়ে আসার পর শনিবার রাতে সে দ্বিতীয় দফায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের পরামর্শে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়, এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।