সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে প্রতিমা বির্সজন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে বৃহস্পতিবার বিকালে স্বারদীয় দূর্গাপুজার প্রতিমা বির্সজন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোজ হয়েছে। এ ঘটনায় শান্ত মনিদাস(১০) ও দিগন্ত মনিদাস(৯) নামের দুই শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। 

নিখোজ দুই শিশু হলেন উপজেলার উত্তর হিজলতলী এলাকার প্রবাস মনিদাসের ছেলে অংকিতা মনিদাস(৪) ও তাপস মনিদাসের ছেলে তনময় মনিদাস(১০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় হিন্দুধর্মালম্বীদের বড় উৎসব স্বারদীয় দূর্গাপুজার দশমীতে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচটার দিকে প্রতিমা বির্সজন দিতে যায় চাপাইর ব্রীজ এলাকার তুরাগ নদীর তিরে। এসময় নৌকা করে ঘুরে বেড়াচ্ছিলেন নিখোজ শিশুরা ও তার স্বজনরা। এসময় পাশের আরেকটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। পরে শান্ত ও দিগন্তসহ নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা উদ্ধার হলেও নিখোজ হয় দুই শিশু। এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

নিখোজঁ তনময়ের পিতা তাপস মনিদাস জানান আমরা সবাই নৌকার উপরে ছিলাম। আর বাচ্ছারা নিচে ছিলো। তাদেরকে অনেকবার বলেছি যে আমার সাথে থাকতে। শিশুরা আনন্দে নিচে থেকে আর উঠেনি। এসময় পাশের একটি নৌকা আমাদের নৌকা ধাক্কা দেয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন নৌকা ডুবে দুই শিশু নিখোজের ঘটনায় উদ্ধার কাজ চলমান রয়েছে। নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার কাজ বিগ্নিত হচ্ছে। ইতিমধ্যে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়