সাভার-আশুলিয়ায় ২১৭টি মণ্ডপে দুর্গাপূজা শুরু


মো: হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: ঢাকার সাভার ও আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
গত রবিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। আজ মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) মহাঅষ্টমী উপলক্ষে সকাল থেকেই ভক্তরা মণ্ডপে ভিড় জমিয়েছেন। দেবীর চরণে অঞ্জলি দিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছেন তারা।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সাভার ও আশুলিয়া মিলিয়ে মোট ২১৭টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, “প্রশাসনের পক্ষ থেকে পূজার নির্বিঘ্ন ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।