নিউইয়র্ক পুলিশে মামলা দায়েরের কথা জানালেন আখতার


সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা দায়েরের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
আজ দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এই তথ্য জানান।
পোস্টে লেখা রয়েছে, যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন।
পোস্টের সঙ্গে যুক্ত ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, বিমানবন্দরে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশে। সেসময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও তার শুভাকাঙ্ক্ষীরা তা প্রতিহত করে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
পরে পুলিশ এসে মামলার পরামর্শ দেয়। এজন্য বিমানবন্দরের কাছে একটি থানায় তিনি মামলা করতে এসেছেন বলে জানান।
যারা সেদিন হামলা করেছিল এবং “হত্যাচেষ্টা” করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান আখতার হোসেন।
তিনি বলেন, আমরা পুলিশকে অবহিত করেছি, যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছে তারা বাংলাদেশে এমন একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে যুক্তরাষ্ট্রের পুলিশকে জানিয়েছেন বলে জানান মি. হোসেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।