সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে বন্ধ কক্ষ থেকে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় বন্ধ কক্ষ থেকে রোববার দিবাগত রাতে এক পোষাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা স্টোক করে মৃত্যু হতে পারে।লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই পোষাক শ্রমিক হলো সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৮)।সে ভান্নারা এলাকায় ভাড়া বাড়িতে থেকে কোরিয়ান কারখানায় চাকরি করেন।

পুলিশ সূত্র জানায় গত শুক্রবার জুম্মার নামাজের পর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে বাবুল। এদিকে পর পর দুই দিন ধরে দরজা বন্ধ দেখে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলে ভিতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে পুলিশ কে জানায়। খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন ওই যুবক একাই থাকতেন।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়