সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন সচেতনতা ও মহড়া

রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। সোমবার ১৩ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার শিশুপার্ক মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে। মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় ও উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ,আবু তাহের। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্মকর্তা, মনজুরুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, প্রহ্লাদ সরকার সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, রাজারহাটে প্রেসক্লাব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজারহাট উপজেলার প্রেসক্লা আকবর আলী, রতন রায়, মোশারফ হোসেন, রাজারহাট সাংবাদিক ফোরাম সোহেল রানা, ও লাইট হাউসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও সাদিক আল হায়াত প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়