মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ

সংবাদের আলো ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমান নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ডি- ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ডা. জাহিদ এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে।কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসকল মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়