শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এক পক্ষ ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে – গাজী আতাউর রহমান

উজ্জ্বল অধিকারী: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, এখন কিন্তু একটি পক্ষ যারা নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করছে, হুমকি ধমকি দিচ্ছে তারা প্রস্তুতিও নিচ্ছে ভোট কেন্দ্র দখল করার। 

বৃহস্প্রতিবার রাতে বেলকুচি উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে স্বচ্ছ এবং সুন্দর। কোন ভোট ডাকাতি করতে দেয়া হবে না। ইলেকশন না করে সিলেকশনের চেষ্টা করলে হাসিনার মত ভয়াবহ পরিনীতি বরণ করতে হবে। 

তিনি আরও বলেন, অতীতের কোন নির্বাচন জনগনের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের নির্বাচন করতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কার করতে হবে। জুলাই সনদ এর ভিত্তিতেই ২০২৬-এর ফেব্রুয়ারি নির্বাচন হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ ৫ (বেলকুচি- -চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম। এর আগে হাত পাখা প্রতীকের সমর্থনে যমুনা সেতুর পশ্চিম সায়দাবাদ থেকে বেলকুচি গাড়ামাসি পর্যন্ত একটি বিশাল মোটরসাইকেল শোডাউন দেয় দলের নেতা কর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়