মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে ২ দিন ব্যাপী উপজেলা সিপিবির ২২ তম সম্মেলন শুরু

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ২ দিন ব্যাপী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার সম্মেলন শুরু হয়েছে।  শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন হয়। 

উদ্বোধন শেষে অডিটরিয়াম হলরুমে জনসভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার। এতে প্রধান অতিথির  বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা: দিবালোক সিংহ,

সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার।  অন্যদের মাঝে বক্তব্যে রাখেন বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, আদিবাসী নেত্রী পার্বতি রিছিল, নারীসেল এর সভাপতি তাসলিমা খাতুন। 

জনসভায় বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এইদেশে শিক্ষক, ছাত্র, সাংবাদিক সকলেই লাঞ্চিত হচ্ছে, দিনে দুপুরে মানুষকে মেরে রাস্তায় ফেলে রাখছে। এইসব সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। এসব কিছু দেখার জন্য ছাত্র-জনতারা আন্দোলন করেনি।কমিউনিস্ট পার্টি জন্মলগ্ন থেকে   এদেশের গরিব-দুখি-মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করছে।  শোষণ-নিপীড়ন-বঞ্চনা-বৈষম্য থেকে মুক্তির জন্য যে লড়াই আমরা করে যাচ্ছি এ লড়াই আমাদের আমৃত্যু চলবে।

জনসভা শেষে বিকেলে একটি লাল পতাকা মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । রবিবার মণি সিংহ জাদুঘর হলরুমে বর্তমান কমিটি বিলুপ্ত করে  কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হবে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়