মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে প্রতিপক্ষ সারতী মণ্ডল ও গৌরাঙ্গ মণ্ডলের বিরুদ্ধে ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে গোপাল মণ্ডল আদালতকে জানিয়েছেন যে, মিঠাপুর মৌজার বিএস খতিয়ান ৮৬ ও ২৯২০ অনুযায়ী তার ১৪ ও ৩০ শতাংশ জমির মধ্যে মোট ২০ শতাংশ জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত। এই জমির বিএস রেকর্ড তার বাবা, চাচা এবং দাদীর নামে রয়েছে। তিনি বাবার মৃত্যুর পর থেকে উত্তরাধিকারসূত্রে এই জমির দখলদার হন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে তার বসতবাড়ি, বিভিন্ন ফলজ ও বনজ গাছপালাও রয়েছে।

বাদী গোপাল মণ্ডল অভিযোগ করেন, গত ২০ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টার দিকে প্রতিপক্ষরা লোভের বশবর্তী হয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। তারা মূল্যবান গাছপালা ও বাঁশ কেটে নেওয়ার এবং পাকা ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালায়। গোপাল মণ্ডল এতে বাধা দিলে প্রতিপক্ষরা তাকে হুমকি দেয় যে, তারা আবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমি দখল করবে, গাছপালা ও বাঁশ কেটে নেবে এবং পাকা ঘর নির্মাণ করবে।

নিজের আবেদনে গোপাল মণ্ডল আরও উল্লেখ করেন যে, যেকোনো মুহূর্তে প্রতিপক্ষরা তার দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি বাধা দিতে গেলে খুন-জখমের মতো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এই কারণে তিনি আদালতে আবেদন করেছেন যেন তপশীল বর্ণিত সম্পত্তিতে প্রতিপক্ষের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

আদালতের কাছে বাদী গোপাল মণ্ডল ফৌঃকাঃবিঃ ১৪৪ ধারা অনুযায়ী প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি জমিতে স্থিতাবস্থা বজায় রাখা, প্রতিপক্ষকে প্রবেশ ও কোনো ধরনের নির্মাণ কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন। এছাড়া, সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তিনি আলফাডাঙ্গা থানার ওসিকে নির্দেশ দেওয়ারও আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে মামলার অভিযুক্ত দ্বিতীয় পক্ষ সারতী মণ্ডল ও গৌরাঙ্গ মণ্ডলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, তিনি জানান যে বিষয়টি যেহেতু কোর্টে বিচারাধীন, তাই তিনি কোনো মন্তব্য করতে সম্মত হননি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়