মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বাদ দেওয়ার প্রতিবাদে বৃত্তির দাবিতে মানববন্ধন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলা  ক্যাম্পাসে দুপুরে
আলফাডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল  এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের  কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেই পরিপত্রটি বাতিল করার দাবি জানানো হয়েছে, যেখানে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কথা বলা হয়েছে। বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং জাতীয় শিক্ষানীতির পরিপন্থী বলে মন্তব্য করেন।

এর আগে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদে সমাবেশে  বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, বৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির জন্য অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।

বেগম সালেহা একাডেমীর পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আমেনা খাতুন তার বক্তব্যে বলেন,আমরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চাই। আমরা ভালো ফলাফলের জন্য অনেক চেষ্টা করি। আমাদের সুযোগ না দিলে খুব খারাপ লাগবে।তার এই বক্তব্য উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে

অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান মাসুদ জানান, বেসরকারি বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই, এই শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

 সালেহা একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে না দিলে তাদের পরিবার যে মানসিক চাপ ও যন্ত্রণার শিকার হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

এই কর্মসূচিতে বেগম সালেহা একাডেমি, অনির্বাণ স্কুল, কোয়ালিটি ইংলিশ মিডিয়াম, কামারগ্রাম শাহানারা একাডেমি, আনোয়ারা শিশু পল্লী একাডেমি, হেলেঞ্চা সানরাইজ কিন্ডারগার্ডেন, বেড়ির হাট কিলার গার্ডেন একাডেমি, জাবেদ পারভেজ কিন্ডার গার্ডেন, শিরগ্রাম কিন্ডারগার্ডেন এবং পাবলিক বুলবুলি চাইল্ড একাডেমি সহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়