শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তিন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায়  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ৷  একইসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান  বিপ্লব বিকাশ পাল চৌধুরী জেলায়  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান  নির্বাচিত হয়েছেন। শুধু শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বা শ্রেষ্ঠ  প্রধান অধ্যক্ষই নন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদনান সিদ্দিকী ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জেলা  শিক্ষা অফিসার  সূত্রে জানা যায় শিক্ষার মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শৃঙ্খলা এবং প্রশাসনিক দক্ষতাসহ একাধিক সূচকের আলোকে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়।এই অর্জনে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। বিপ্লব বিকাশ পাল চৌধুরী কৃতিত্বপূর্ণ এ অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক,  অভিভাবক ও এলাকার সুধীজন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অর্জনে আনন্দিত  আদনান সিদ্দিকী বলেন, “আমার অর্জনে সবাই খুশি হয়েছে । আমি চাই এই সাফল্যকে ধরে রেখে সামনে আরও ভালো করতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়