সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্ৰেফতার


সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব থেকে ৫২পিছ ইয়াবা সহ এক মাদক কারবারি কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ(৪০)কে আটক করে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন এবং এ এস আই মোঃ ফরমান আলী। মোঃ আবু সাঈদ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব গ্ৰামের মৃত মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক এর নেতৃত্বে এবং ইউপি সদস্য মোঃ বদরুজ্জামান(বদু)’র সহায়তায়,এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন এবং এস আই মোঃ ফরমান আলী’র সঙ্গীও ফোর্স নিয়ে বেলাব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ কে ৫২ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্ৰেফতার করেন।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সাঈদ কে মাদক সহ গ্ৰেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর সাথে জড়িতদের জানার চেষ্টা চলছে, এ ছাড়াও মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।