ভূঞাপুর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ ও মসজিদ পরিদর্শন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুর প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ ও সাধারণ সভা শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। নৌকা ভ্রমণে প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যরা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আল আমান বাহেলা খাতুন জামে মজিদ পরিদর্শন করে।
এসময়ে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, আতোয়ার রহমান মিন্টু, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম কিসলু, কামাল হোসেন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, রফিকুল ইসলাম রবি, জুলিয়া পারভেজ, ইব্রাহিম ভূইয়া, আব্দুর রহিম, মামুন সরকার, ফরমান শেখ, আসাদুল খান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, শফিউর রহমান, হাসান মাহমুদ, আলমগীর হোসেন প্রমুখ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।