নওগাঁয় জিয়া সংসদের নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীর (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সংসদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক সেতু মৈত্রের সভাপতিিত্বে ও সদস্য সচিব আহসান হাবীব শিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমাইয়া আক্তার, মোহাম্মদ শাহিনুর ইসলাম বিপ্লব, এ কে রায়হান টনি, মোহাম্মদ রাজা চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোহাম্মদ শাহিন শেখ, শ্রী সুশান্ত পাল, মোহাম্মদ আলী হোসেন,
মোহাম্মদ রুহুল আমিন, মোঃ সাব্বির হোসেন, মোঃ রাশেদ হোসেন, মোহাম্মদ তাবেনুল ইসলাম রাহান চৌধুরী, মোহাম্মদ সিজার আলীফ সেতু, মোহাম্মদ রাসেল ইসলাম রাহান, মোহাম্মদ হাসান শেখ প্রমুখ। আহবায়ক সেতু মৈত্র তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। শহীদ জিয়ার আদর্শকে লালন করে তার অর্জন বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন নওগাঁ জেলা জিয়া সংসদ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।